3937

04/10/2025 ভক্তদের সঙ্গে নাচলেন সালমান খান

ভক্তদের সঙ্গে নাচলেন সালমান খান

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১

নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। রাশিয়ায় শুটিং শেষে বর্তমানে তিনি ইউনিট নিয়ে অবস্থান করছেন তুরস্কে। দেশটির ইস্তাম্বুল শহরে ক্যাটরিনা কাইফকে নিয়ে শুটিং করছেন তিনি। সেখানকার শুটিং পর্বও শেষ। ফেরার আগে তুরস্কে শুটিংয়ের শেষদিন একেবারে পার্টি মুডে ধরা দিলেন সালমান।

তবে সে দেশের কোনো তারকার সঙ্গে নয়, তুরস্কে ভক্তদের সঙ্গে পার্টি করলেন বলিউড ভাইজান। নেচে গেয়ে তাদের বেশ আনন্দ দিয়েছেন। তারই এক ভক্ত সেই নাচের ভডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে দেখা গেছে ভক্তদের সঙ্গে তার অন্যতম জনপ্রিয় ‘জিনেকে হ্যায় চারদিন’ গানে নাচছেন সালমান। তবে এ পার্টিতে দেখা মেলেনি ক্যাটরিনার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]