397

04/24/2024 রোহিঙ্গাদের ফেরত না নিলে অশান্তির আশঙ্কা আছে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত না নিলে অশান্তির আশঙ্কা আছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারী ২০২১ ০২:৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে অশান্তির আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে মন্ত্রী রোববার (০৩ জানুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এ বছর প্রত্যাবাসন শুরু করতে চাই।’

নানা চেষ্টার পর বাংলাদেশে অনুপ্রবেশের সাড়ে তিন বছর পরও রোহিঙ্গাদের একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বাংলাদেশ এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পহেলা জানুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়েকে চিঠি লিখেছি। চিঠিতে তাকে লিখেছি, এ বছর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।’

আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অঙ্গীকারের বিষয়টি মনে করিয়ে দিয়েছি। চিঠিতে মিয়ানমারের মন্ত্রী টিন্ট সোয়েকে লিখেছি, আপনারা রোহিঙ্গাদের নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নেবেন বলেছেন। প্রত্যাবাসনের পরিবেশ তৈরির কথা দিয়েছেন। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। এ জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। কাজেই নববর্ষে আমাদের প্রত্যাশা, আপনারা কথা রাখেন। অতীতে কথা রেখেছেন। নিজেদের লোকগুলো নিয়ে যান। কাজে লাগবে। আর তাদের ফিরিয়ে না নিলে অশান্তির আশঙ্কা আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের অনেক বড় আকারের বিনিয়োগ আছে মিয়ানমারে। তাই তাদের আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করতে অনুরোধ জানিয়েছি। জাপান আমাদের মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে আশ্বস্ত করেছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]