39731

10/14/2025 গোপালগঞ্জের সাংবাদিক মাহবুব হোসেন সারমতের ইন্তেকাল

গোপালগঞ্জের সাংবাদিক মাহবুব হোসেন সারমতের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৫ ১৫:৪৫

গোপালগঞ্জের এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমত (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের খ্রিষ্টান পাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মাহবুব হোসেন সারমত মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, ছয় ভাই, চার বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

মাহবুব হোসেন সারমতের মৃত্যুতে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, বিএনপি নেতা ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]