39753

10/14/2025 জন্মদিনে অমিতাভের চল্লিশা পাঠ হলো কলকাতায়!

জন্মদিনে অমিতাভের চল্লিশা পাঠ হলো কলকাতায়!

বিনোদন ডেস্ক

১২ অক্টোবর ২০২৫ ১০:৪৫

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এবার অভিনব আয়োজন হয়েছে কলকাতায়। গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা রাখেন শাহেনশাহ। সে উপলক্ষ্যেই এদিন শহরের একদল ভক্ত আয়োজন করেছেন ‘অমিতাভ চল্লিশা পাঠ’, যেখানে পাতায় পাতায় রয়েছে এই অভিনেতার বন্দনা।

দিনটি ঘিরে ব্যতিক্রমী আয়োজনটি করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অমিতাভের জন্মদিনে ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদ দিয়ে পূজার আয়োজন করা হয়। সঞ্জয় শুধু অভিনেতার অন্ধভক্ত নন, বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।

জানা গেছে, প্রতিবছরই অমিতাভের জন্মদিনে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন তার ভক্তরা। এ বছর অমিতাভের ৮৩তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

তবে শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবছর অমিতাভ বচ্চনের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন হয় কেক কাটা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার। পর্দার তারকার প্রতি এমন ভালোবাসা বলিউডে এখন এক বিশেষ সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]