39755

10/14/2025 বনশ্রীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে গুলি

বনশ্রীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৫ ১১:৪৫

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. নাফিজ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ নাফিজের বাবা আবু বক্কার সিদ্দিক বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীতে তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে বনশ্রীর নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আমার ছেলেকে বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আমাদের বাসা বনশ্রী নন্দীপাড়ার তিতাস রোড এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রীর নন্দীপাড়ার তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। আমরা জানতে পেরেছি, তার কাছ থেকে দুটি মোবাইল, মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]