39771

10/14/2025 ৭২ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

৭২ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম থেকে

১২ অক্টোবর ২০২৫ ১৭:২২

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ রুবেল মিয়ার তৃতীয় শ্রেণি পড়ুয়া জাকিয়া খাতুন (৯) মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত বিষয়টি করেন।

অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]