নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের মাটিতে। ইতোমধ্যে তিন ম্যাচ খেলাও হয়ে গেছে দলটির। তবে পাকিস্তানের বিপক্ষে বোলারদের কল্যাণে জয়ের পরের দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে নারী দল। এমন হারের পর আগামীকাল চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এমন ম্যাচের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। সেখানে ড্রেসিংরুমের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 'প্রথম ম্যাচটা জিতেছি, পরেরটা লড়াই করেছি। অবশ্যই শেষ ম্যাচে হেরেছি। এখন আমরা চেষ্টা করছি কিভাবে কামব্যাক করা যায়।'
দলের বড় সমস্যা ব্যাটারদের রান খরা। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকির উপরও ব্যাটারদের ব্যর্থতার দায় বর্তায়। কোচ হিসেবে ব্যাটারদের রানে ফেরাতে পুরোপুরি ব্যর্থ তিনি, সবশেষ দেশের মাটিতেও অনূর্ধ্ব ১৫ দলের বিপক্ষে বাজে ব্যাটিং করেন নারী দলের ক্রিকেটাররা।
নাহিদা অবশ্য বলছেন, ব্যাটিং কোচ আছেন তার সঙ্গে কথা বলছেন ক্রিকেটাররা। তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের ব্যাটিং কোচ আছে, আমরা খেলোয়াড়ররাও সবাই কথা বলছি। আমরা চেষ্টা করছি যেখানে যেখানে ক্রুটি আছে সেগুলো ঠিক করতে। আশা করি পরের ম্যাচে আমাদের ব্যাটাররা ফিরে আসবে।'
চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে ২৩, পরের ম্যাচে ০, এরপর সবশেষ ম্যাচে ২৮ বলে ৪ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এমন বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। দলের সেরা ব্যাটার অধিনায়ক নিজেই যদি ব্যর্থ থাকেন তাহলে দলের বাকিদের জন্যও মনোবল ঠিক রাখা কঠিন।
যে কারণে নাহিদার কাছে জানতে চাওয়া হয় ক্যাপ্টেনের রান না পাওয়া দলের উপর চাপ তৈরি করছে কি না, 'না, আমার কাছে সেরকম কিছু মনে হচ্ছে না। আমাদের আরও যারা ব্যাটার আছে অবশ্যই ক্যাপাবল। জ্যোতি যেভাবে এতদিন ব্যাটিং করে আসছে সেটা সবসময় আমাদের আত্মবিশ্বাস দেয়। আশা করি পরের ম্যাচে জ্যোতির ব্যাটে রান আসবে।'
দলের একমাত্র পেসার মারুফা আক্তার, আর কোনো পেসার খেলবে কি না? এমন প্রশ্নে নাহিদা বলেন, 'এটা এখন আসলে বলা কঠিন পেসার বাড়বে কি না। এখনোও সিদ্ধান্ত হয়নি। টিম ম্যানেজমেন্ট আলোচনা করবে, উইকেট কেমন আচরণ করে, প্রতিপক্ষের শক্তি-দুর্বলত দেখে একদশ সাজানো হবে।'
দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে নাহিদা বলেন, 'অবশ্যই, আমাদের পরিকল্পনা আছে সেটা মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ ম্যাচটাতে আমরা জানি কি হয়েছে, সেটা ভুলে যেতে চাই। দল হিসেবে আমাদের একটা পরিকল্পনা আছে এবং আগামীকাল সেটা কাজে লাগাতে চাই। আমার বিশ্বাস আমরা কালকে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এখানে তো আসলে কোনো দলই হারার জন্য আসে না। হয়তো ম্যাচের দিন আমাদের ব্যাটিং কলাপ্স হয়েছে। তবে আমি আশা করি আমরা নেক্সট ম্যাচে এটা কাটিয়ে উঠবো।'