3988

04/19/2025 চীনে ভূমিকম্পে নিহত তিন, আহত ৫৯

চীনে ভূমিকম্পে নিহত তিন, আহত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২১ ২২:২২

চীনের সিচুয়ান প্রদেশে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে তিন জনের মৃত্যু এবং ৫৯ জন আহত হয়েছে।

এরপর আরো কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। সিচুয়ানের এই ভূমিকম্পে তীব্রতা ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। খবর সাউথ চাইনা মর্নিং পোস্টের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ ভূমিকম্পটি হয়। জানা যায়, চংকিংয়ের বিস্তৃত মেগাসিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে, যা তার আশেপাশের এলাকাসহ প্রায় ৩০ মিলিয়ন মানুষের বসবাস।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ জানালেও চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের মাত্রা ৬.০ ছিল। ১০ কিলোমিটার পর্যন্ত গভীরতায় পৌঁছায় এটি।

চীনা একটি সংবাদ সংস্থা জানিয়েছে, লুঝো সিটি এলাকায় প্রশাসনের তরফ থেকে এই পরিস্থিতিতে জরুরি কর্মী পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। কর্মকর্তাদের ধারণা অল্প কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]