39891

10/16/2025 ঢাকা-চট্টগ্রামের পর জয়পুরহাটে ‘স্টারলিংক’ ইন্টারনেট

ঢাকা-চট্টগ্রামের পর জয়পুরহাটে ‘স্টারলিংক’ ইন্টারনেট

জয়পুরহাট থেকে

১৬ অক্টোবর ২০২৫ ০০:৪১

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ঢাকা ও চট্রগ্রামের পর জয়পুরহাটে চালু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এর উদ্বোধন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিম স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্টারলিংক স্যাটেলাইট ফেলিসিটি আইডিসি ইন্টারনেটের সিইও সারফুল আলম ও ইউনাইটেড আইসিটি ফোরামের সেক্রেটারি রিয়াদ হাসনাইন।

আয়োজকরা জানান, পরীক্ষামূলকভাবে আগামী তিন মাস বিনামূল্যে জয়পুরহাট ও পাঁচবিবি পৌর শহরের বাসিন্দারা স্টারলিংক ইন্টাররনেট সেবা পাবেন। প্রতিদিন জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ২০টি স্থানে এই ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ভ্রাম্যমাণ গাড়িতে কিউআর কোড স্ক্যান করে মুঠোফোনে সংযোগ নেওয়া যাবে।

স্টারলিংক স্যাটেলাইট ফেলিসিটি আইডিসি ইন্টারনেটের সিইও সারফুল আলম বলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু আছে। স্টারলিংকের তৃতীয় শহর জয়পুরহাট। ফয়সল আলিমের উদ্যোগে আপনাদের ছোট্ট শহরে জয়পুরহাটে এই সেবা চালু হলো।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিম বলেন, জয়পুরহাট ও পাঁচবিবির যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিতে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করা হয়েছে। আগামী তিন মাস এ সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। পর্যায়ক্রমে স্টারলিংক প্রযুক্তি দেশের গ্রামীণ এলাকাতেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সহায়তা করবে।

নির্বাচনকে ঘিরে এমন উদ্যোগ কি না- এমন প্রশ্নের জবাবে ফয়সল আলিম বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। নির্বাচনের সঙ্গে এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]