39966

10/19/2025 অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসআরএম লিমিটেড ও স্টিল

অঙ্গ প্রতিষ্ঠানে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসআরএম লিমিটেড ও স্টিল

অর্থনৈতিক প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৫ ১৩:০০

গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসআরএম ওয়্যারস লিমিটেডে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম (বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানি দুটি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি দুটি।

তথ্য অনুযায়ী, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ বিএসআরএম ওয়্যারস লিমিটেডে ২০০ কোটি টাকা করে মোট ৪০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই কৌশলগত বিনিয়োগের লক্ষ্য হবে- গ্রুপভুক্ত প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থায় উচ্চমানের তার (এলআরপিসি, ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যারস, চেইন-লিংক ফেন্স এবং অন্যান্য) উৎপাদনের মাধ্যমে বাজার অংশীদারিত্ব বাড়ানো। পাশাপাশি এই বিনিয়োগের অর্থ দিয়ে কোম্পানিটি একটি বৃহৎ ওয়্যার রড পিকিং স্টেশন, একটি অত্যাধুনিক মানের ফাস্টেনার এবং বোল্ট নাট উৎপাদনকারী কারখানা স্থাপনে ব্যয় করবে।

এদিকে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদ তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানি দুটি তাদের বিগত বছরের অর্জিত আয়ের দশমিক ২৫ শতাংশ সিএসআর কার্যক্রমে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতি অর্থবছরে কোম্পানিটি যে পরিমাণ অর্থ আয় করবে তা থেকে দশমিক ২৫ শতাংশ পরের অর্থবছরে সিএসআর কার্যক্রমে ব্যয় করবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকানির্বাহ, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা, বিশেষায়িত হাসপাতালে অনুদান এবং পরিবেশগত স্থায়িত্বসহ বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি দুটি ওই অর্থ ব্যয় করবে।

কোম্পানিটি দুটি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের আলোকে দশমিক ২৫ শতাংশ হারে সিআরআর কার্যক্রমে ব্যয়ের হিসাব দেখানো হলো। ওই অর্থবছরে বিএসআরএম লিমিটেডে মোট আয় হয়েছে ৮ হাজার ৩৫২ কোটি ৮৮ লাখ টাকা। এই হিসেবে সিএসআর কার্যক্রমে ব্যয় করা হবে ২০ কোটি ৮৮ লাখ টাকা। আর বিএসআরএম স্টিলের আয় হয়েছিল ৮ হাজার ২৭০ কোটি ৬১ লাখ টাকা। এই হিসেবে কোম্পানিটি সিআরএম কার্যক্রমে ব্যয় হবে ২০ কোটি ৬৮ লাখ টাকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]