39976

10/19/2025 যুবদল নেতা আজিজুর রহমান কারাগারে

যুবদল নেতা আজিজুর রহমান কারাগারে

আদালত প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৭

২০১৮ সালে রাজধানীর চকবাজার থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চকবাজার থানার যুবদল নেতা আজিজুর রহমান সজিবকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সজিব।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আইনজীবী মো. রফিকুল ইসলাম খান জানান, ২০১৮ সালের চকবাজার থানার এক মামলায় ২২ মাসের সাজা দেন ঢাকার একটি আদালত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সজিবের বিরুদ্ধে ১৮টি মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলায় আজিজুর রহমান সজিব দীর্ঘদিন রিমান্ড ও জেলে ছিলেন। আজ এক মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চকবাজার থানা পুলিশ নাশকতার অভিযোগে ২০১৮ সালে মামলাটি দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০২৩ সালের নভেম্বরে তাকে ২২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]