40043

10/23/2025 বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প

বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০২৫ ১১:২৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় বাণিজ্য ও রুশ তেল আমদানি ছিল প্রধান বিষয়।

এছাড়া ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে বলে মোদি তাকে আশ্বস্ত করেছেন। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল বাণিজ্য।”

তিনি আরও জানান, আলোচনায় জ্বালানির বিষয়ও এসেছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে। ট্রাম্প বলেন, “তিনি (মোদি) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনতে যাচ্ছেন না। তিনি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।”

বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশ হলো ভারত ও চীন।

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের প্রতি চাপ বাড়িয়েছেন ট্রাম্প। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে এবং নয়াদিল্লিকে রুশ তেল কেনা থেকে নিরুৎসাহিত করতে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপও করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

অবশ্য দুদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতীয় পণ্যের ওপর “বিপুল পরিমাণ শুল্ক” আরোপ করা হবে। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত ডিসকাউন্টে রুশ তেল কিনে আসছে।

চলতি বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় টেক্সটাইল, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তবে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়ানো হতে পারে।ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে বলে মোদি তাকে আশ্বস্ত করেছেন। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]