40061

10/23/2025 জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

খেলা ডেস্ক

২২ অক্টোবর ২০২৫ ২২:১৬

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। জাতীয় দলের জন্যই মূলত তাকে এপ্রোচ করেছে বিসিবি। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

আশরাফুলোর কোচ হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। তাকে যে প্রস্তাব দেয়া হয়েছে কোচ হওয়ার জন্য, তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়। মুঠোফোনে আজ রাতে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’

এর আগে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। পদবী হিসেবে নামের পাশে যোগ হয় সিনিয়র সহকারী কোচ। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল।

পরে নতুন করে টাইগার এই কোচের মেয়াদ বেড়ে যায়। আগামী ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। তবে ব্যাটিং পদে সহকারী সিনিয়র থাকলেও দায়িত্ব সামলাচ্ছিলেন ব্যাটিংয়ের। গেল এক বছর তার অধীনে ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছে। বাজে ব্যর্থতার শেষই যেন হচ্ছে না।

সবশেষ এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে তার জায়গায় নতুন করে ব্যাটিং কোচ খোঁজার চেষ্টা শুরু করে বিসিবি। পরবর্তী বোর্ড সভাতে এ ব্যাপারে আলোচনাও হবে বলে একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছিলেন আগেই।

যদিও নিজের ক্রিকেট ক্যারিয়ারে সালাউদ্দিন ছিলেন মিডিয়াম পেস বোলার, তবে বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন ব্যাটিং কোচের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]