40115

10/26/2025 যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোারাকারবারি আটক

যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোারাকারবারি আটক

যশোর থেকে

২৬ অক্টোবর ২০২৫ ১৩:২১

যশোরে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় শেখ অলিউল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। ওজন ১.০২০ কেজি।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা জানিয়েছেন- ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের নিকট থেকে তিনি বারগুলো সংগ্রহ করে যশোরে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক অলিউল্লার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]