40229

10/30/2025 ইমাম-খতিবরা সমাজের আলোকবর্তিকা : এ্যানি

ইমাম-খতিবরা সমাজের আলোকবর্তিকা : এ্যানি

লক্ষ্মীপুর থেকে

২৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৬

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার সেবায় কাজ করার শিক্ষা দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি রক্ষা করাও ইসলামের মূল শিক্ষা। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব, আর এটি ইমাম ও খতিবদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, ইমাম এবং খতিবরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব দানকারী মানুষ। আপনারাই সমাজে আলোকবর্তিকা স্বরূপ আলো ছড়িয়ে দেওয়ার কাজটি করেন, যেটা রাজনীতিবিদদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনটি সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ইমাম ও খতিবরা হলেন সমাজের সেই জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি, যারা সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তারা সেই অন্ধকার থেকে আলোর পথ দেখান। এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত। গত কয়েক বছরে আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক আঘাতও সহ্য করতে হয়েছে, এবং আলো ছড়ানোর পথও বন্ধ ছিল। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে, সবাই মিলে একসাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। জুলাই মাসের আন্দোলন এর উদাহরণ।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে একেকটি আলাদা আদর্শের অনুসারী হলেও, আমাদের লক্ষ্য একটাই- একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। জুমার দিনে খুতবার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। যখন আপনি সমাজে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতা তুলে ধরবেন, তখন সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি এই সচেতনতা না থাকে, তাহলে সমাজ আবার অন্ধকারে চলে যাবে। আমাদের ঐক্যই আমাদের সম্মান। ঐক্যবদ্ধভাবে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই।

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার বিষয়ে এ্যানি বলেন, বর্তমান সময় আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের নীতি-নৈতিকতা বজায় রেখে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মাদক এখন আমাদের সমাজের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যান, মাদক যেন একটি এজেন্সির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আমরা যদি এ সমস্যার সমাধান করতে না পারি, তাহলে আমাদের সমাজের ভালো দিকগুলো হারিয়ে যাবে। যতই রাষ্ট্রীয় সংস্কার করি, যতই নাগরিক উন্নয়নের কথা বলি, যদি সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমরা পিছিয়ে যাব।

ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী এবং প্রধান আলোচক ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

এছাড়া ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]