40332

11/04/2025 নজরুল ইসলাম-আরিফ হাসান নতুন মামলায় গ্রেপ্তার

নজরুল ইসলাম-আরিফ হাসান নতুন মামলায় গ্রেপ্তার

আদালত প্রতিবেদক

৩ নভেম্বর ২০২৫ ১৩:২৪

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার হত্যা এবং হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ও কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে আনা হয়। এরপর তাদের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে নজরুল ও আরিফ নিজেরা কথাবার্তা বলেন। পরে দুজন কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শোনেন। প্রথমে নজরুলকে গ্রেপ্তার দেখানো হয়, পরে আরিফকে। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ৩০ অক্টোবর রাজধানীর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আসামি নজরুল ইসলাম মজুমদারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করেন। অন্যদিকে গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অনুতাপ ঘোষ আসামি আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন।

হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই রাজধানীর গুলশান থানায় মামলা হয়।

হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট কোতয়ালী থানাধীন সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রোফায়েদ হাসানসহ ২৫ থেকে ৩০ জন। গুলির আঘাতে ওইদিন দুপুরের দিকে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে সলিমুল্লাহ মেডিক্যালে জরুরি চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। এখনো শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ। এ ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর কোতয়ালী থানায় ভুক্তভোগীর পক্ষে মামলা করেন নয়ন হোসেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]