40347

11/04/2025 এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

খেলা ডেস্ক

৩ নভেম্বর ২০২৫ ২০:১৮

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছে ভারত। গতকাল রোববার হারমনপ্রীত কৌরদের ফাইনালের পর আবার এশিয়া কাপের প্রসঙ্গ তুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। এশিয়া কাপের ট্রফি দেশে আনতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির বিপক্ষে প্রয়োজনে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল। ম্যাচ শেষে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। কারণ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।

নাকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তার পর থেকে ট্রফি হস্তান্তর নিয়ে একের পর এক শর্ত দিয়েছেন। তার এই আচরণে ক্ষুব্ধ বিসিসিআই।

নারী বিশ্বকাপ ফাইনালের পর শাইকীয়া বলেছেন, 'বিশ্বকাপ জেতার পর আমাদের নারীদের দল সঙ্গে সঙ্গে ট্রফি পেয়ে গেল। আমাদের পুরুষদের দলও দুবাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে এসে পৌঁছায়নি। ১০ দিন আগেও আমরা ট্রফি হস্তান্তরের অনুরোধ করে এসিসি চেয়ারপার্সনকে চিঠি দিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রফি পাঠানোর অনুরোধ করা হয়েছে। অথচ আজ পর্যন্ত ট্রফি আসেনি।'

বিসিসিআই সচিব আরো বলেছেন, '৩ নভেম্বরের মধ্যে আমরা ট্রফি না পেলে অন্য কিছু ভাবতে হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। আমরা সেই বৈঠকে বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাব। আমি নিশ্চিত আইসিসি ন্যায় বিচার করবে এবং যত দ্রুত সম্ভব ট্রফিটি আমাদের পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]