40408

11/06/2025 পরীক্ষামূলক চালনার সময় লাইনচ্যুত হয়ে সজোরে বিমে ধাক্কা মনোরেলের

পরীক্ষামূলক চালনার সময় লাইনচ্যুত হয়ে সজোরে বিমে ধাক্কা মনোরেলের

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর ২০২৫ ১৩:১৩

ভারতে নতুন মনোরেলের পরীক্ষামূলক চালনার সময় ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে সজোরে একটি বিমে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনটির তিন কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ট্রেনের ক্যাপ্টেনও রয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কর্তৃপক্ষ এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পর মনোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান মুম্বাই মহানগর পরিবহন সংস্থা (এমএমএমওসিএল) এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করে এবং জানায়, কেউ আহত হয়নি। কিন্তু পৌরসভার এক কর্মকর্তা জানান, তিনজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামান্য হেলে আছে। ট্রেনের প্রথম কোচ বিমে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঁচু হয়ে যায় এবং পেছনের অংশ লাইন থেকে সরে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে সেটি সরানো হয়।

এনডিটিভি বলছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দমকল কর্মকর্তারা জানান, ট্রেনের ভেতর থেকে দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সাদা রঙের মনোরেলটি সিগন্যালিং পরীক্ষার জন্য ডিপো থেকে বের করা হচ্ছিল, ঠিক তখনই ক্রসওভার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। ট্রায়ালে অংশ নেওয়া কোম্পানির এক প্রকৌশলী, ট্রেন ক্যাপ্টেন এবং কয়েকজন কর্মী ট্রেনে ছিলেন।

এমএমএমওসিএল জানিয়েছে, তারা প্রতিটি ৫৫ কোটি রুপিতে দেশীয় কোম্পানি মেধা এসএমএইচ রেল প্রাইভেট লিমিটেড থেকে ১০টি চার কোচের মনোরেল কিনেছে। সংস্থার বিবৃতিতে বলা হয়, “আজ সকালে নিয়মিত সিগন্যালিং ট্রায়ালের সময় একটি সামান্য ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কেউ আহত হয়নি।”

সংস্থাটি জানায়, মেধা এসএমএইচ ট্রেন নিয়ন্ত্রণের জন্য আধুনিক কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং প্রযুক্তি পরীক্ষা করছে। এই পরীক্ষা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এবং সব সুরক্ষা প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]