40556

11/13/2025 মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ থেকে

১২ নভেম্বর ২০২৫ ২২:৪৪

নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রবেশমুখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা জড়ো হয়ে দুর্বৃত্তদের অপতৎপরতা রোধে অবস্থান নেন।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকায় পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]