40605

11/15/2025 বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ থেকে

১৫ নভেম্বর ২০২৫ ১৩:৩৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ কিশোরের নাম নাজাত মোল্লা (১৭)। সে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় ফের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ সময় অস্ত্র নিয়ে গোলাগুলিতে কিশোর গুলিবিদ্ধ হয়।

আহত কিশোরের দাবি, স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা দেখতে পায়নি।

প্রায় ১৫ দিন যাবৎ ওই এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর আগে গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন। এর আগে গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে আতিক গ্রুপের তুহিন নামের কিশোর নিহত হয়।

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গছে, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলিতে গুরুতর আহত নাজাত মোল্লা (১৭) নামের ওই কিশোরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন,শুক্রবার বিকেলে ফের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এর আগে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ওই সমস্ত ঘটনায় দু-পক্ষের দুটি মামলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]