40710

11/18/2025 পাঁচ দফা দা‌বিতে লাগাতার কর্মসূচি, শিগ‌গিরই দা‌বি আদায়ের আশা

পাঁচ দফা দা‌বিতে লাগাতার কর্মসূচি, শিগ‌গিরই দা‌বি আদায়ের আশা

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৫ ১২:২৭

দেশে বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ পাঁচ দফা দা‌বি‌তে লাগাতার অবস্থান কর্মসূচি পালন কর‌ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। তারা বল‌ছেন, শিগ‌গিরই দা‌বি আদায় কর‌তে পার‌বেন।

মঙ্গলবার (১৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৪তম দিনেও দা‌বি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যা‌চ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও সারাদেশে স্বীকৃতি প্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতি বিহীন ১ হাজার ৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির নিমিত্তে ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চল‌ছে।

সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ ব‌লেন, আমরা শু‌নে‌ছি, প্রধান উপ‌দেষ্টার দপ্তর থে‌কে সমাজ কল্যাণ মন্ত্রণাল‌য়ে নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। আমরা আশা কর‌ছি, সরকার আমা‌দের দা‌বি মে‌নে নে‌বে। দা‌বি মে‌নে নেওয়ার বিষ‌য়ে আলোচনা চল‌ছে। দে‌শে‌র প্রধান রাজ‌নৈ‌তিক দলগু‌লো আমা‌দের দা‌বির স‌ঙ্গে সহমত পোষণ ক‌রে সরকার‌কে দা‌বি মে‌নে নি‌তে অনু‌রোধ ক‌রে‌ছে। আশা কর‌ছি, শিগ‌গিরই আমরা দা‌বি আদায় কর‌তে পারব।

৫ দফা দাবি

১) অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।

২) সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।

৩) বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।

৪) শিক্ষার্থীদের মিডডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেওয়া ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।

৫) ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সব সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]