40749

11/19/2025 অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়ল

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়ল

শিক্ষা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৫ ১০:৩৪

২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এর আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এই নিবন্ধন কার্যক্রম ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

সম্প্রতি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সময়সীমার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদেরও এই সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ৭১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল৷

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]