40905

11/24/2025 চট্টগ্রামে কম্বল গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে কম্বল গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম থেকে

২৪ নভেম্বর ২০২৫ ১৭:১৩

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকার একটি বাণিজ্যিক ভবনে কম্বলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও ইলেকট্রনিক পণ্যের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের পাশেই ছিল আরেকটি জ্বালানি তেলের গুদাম। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছিল সবার মাঝে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে না পারলে ভয়াবহতা আরও বেড়ে যেতো। কারণ, এখানে অনেক দাহ্য পদার্থের গোডাউন রয়েছে। ভবনটিতে কার্বনের পরিমাণ বেশি থাকায় ধোঁয়া বেশি হয়েছে। সেজন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]