চট্টগ্রামের হাটহাজারী এলাকায় হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মো. ইব্রাহিম, মো. হান্নান, এবং মো. সবুজ নামে তিনজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদার পাহারাদাররা।