41096

11/28/2025 সৌদি আরবে শেখ হাসিনাকে কাজ্জাব বলা হয় : এ্যানি

সৌদি আরবে শেখ হাসিনাকে কাজ্জাব বলা হয় : এ্যানি

লক্ষ্মীপুর থেকে

২৮ নভেম্বর ২০২৫ ১৫:৩১

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে মানুষ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে। আর শেখ হাসিনাকে কাজ্জাব বলে যার অর্থ মিথ্যাবাদী। তারা খালেদা জিয়াকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে এবং বলে, জিয়াউর রহমান মুসলিম উম্মাহর নেতা। জিয়াউর রহমান দেশে-বিদেশে একজন জনপ্রিয় নেতা ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের সাহসী ছেলেদের যুদ্ধ করতে হয়েছিল। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন। রেডিওতে ঘোষণা দিয়ে বলেন- যার যা আছে, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ থাকবো। সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি। আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার চালানো হয়েছে। পুলিশ হামলা করেছে। বাড়িতে গিয়ে আমাকে গ্রেপ্তার করে পিটিয়ে থানায় নিয়ে গেছে। তারপরও আমি মাথা নত করিনি। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো মানুষ নই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]