4121

04/20/2024 কাতারের বিমানে আফগান ছাড়লেন ইউরোপ ও মার্কিন নাগরিকরা

কাতারের বিমানে আফগান ছাড়লেন ইউরোপ ও মার্কিন নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৮

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর বিদেশি নাগরিকদের ৩১ আগস্টের মধ্যে কাবুল ত্যাগের নির্দেশ দেয় তালেবান।

সেই নির্দেশ মেনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নিলেও বেশ কিছু বিদেশি বেসামরিক লোক এবং মার্কিন ভিসা ও গ্রিনকার্ডধারী আফগানিস্তান ত্যাগ করতে পারেননি। খবর দ্য ডেইলি সাবাহর।

আটকেপড়া এসব মার্কিন ও ইউরোপীয় নাগরিকদের আফগানিস্তান থেকে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের বিমানে করে উদ্ধার করা হয়েছে।

৩১ আগস্টের পর গত শুক্রবার থেকে গোপনে এসব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

রোববার কাতার এয়ারওয়েজের বিমানটি ছিল এ ধরনের আটকেপড়া বিদেশিদের উদ্ধারকাজে অংশ নেওয়া চতুর্থ বিমান।

কাতার এয়ারওয়েজের বিমানটিতে রোববার মার্কিন ভিসাধারী আফগান, মার্কিন, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের ২৩৬ নাগরিককে কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার করে।

কাবুল বিমানবন্দর থেকে ৩১ আগস্টের পর রোববারই একসঙ্গে এত বেশি বিদেশি আফগান ত্যাগ করলেন। বিদেশিদের উদ্ধারে এটি ছিল কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]