41232

12/01/2025 শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

শিক্ষা ডেস্ক

১ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষজন। উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় ঘিরে এ অবরোধের কারণে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ রয়েছে। একইসঙ্গে নীলক্ষেতনিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেতনিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে আছে। হঠাৎ এ অবরোধের ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাস, প্রাইভেটকার, রিকশাসব ধরনের গাড়ি আটকে থাকায় বহু যাত্রী পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

রাশেদুল ইসলাম নামের এক দোকান কর্মচারী বলেন, ধানমন্ডি পর্যন্ত জ্যাম ছাড়িয়েছে। গাড়ি চলছে না, এখন পায়ে হেঁটেই নিউমার্কেট দোকানের দিকে যাচ্ছি। এভাবে হঠাৎ সড়ক বন্ধ হয়ে গেলে আমরা সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে পড়ি।

আফসানা খাতুন নামের আরেক পথচারী বলেন, নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু অবরোধের কারণে কোনো গাড়ি পাচ্ছি না। শেষে বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি। সায়েন্সল্যাব পাড় হয়ে সামনে থেকে গাড়িতে উঠবো।

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়াধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]