41255

12/01/2025 ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুর থেকে

১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপে পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বেঅভিযান পরিচালিত হয়ওয়ার্কশপের মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ বাজারে দোকানঘর ভাড়া নিয়ে জিতু দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ ব্যবসা করে আসছিল। কিন্তু আড়ালে সে দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে জিতু পালিয়ে যায়। পরে পুলিশ তার দোকান থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করত। অভিযান চালানোর সময় সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]