41271

12/01/2025 এবার নিশ্চিত থাকেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে

এবার নিশ্চিত থাকেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে

রংপুর থেকে

১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেছেন, সমস্ত মতপার্থক্য ভুলে আমরা জাতির জন্য কাজ করবো। বিগত নির্বাচন কেমন হয়েছে সবই আমরা জানি, সেটার যেন পুনরাবৃত্তি না ঘটে। এবার নিশ্চিত থাকেন সুষ্ঠু , সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ এবং কোনো প্রকার শঙ্কা ছাড়া ভয়হীন নির্বাচন হবে। এমন নির্বাচন বাংলাদেশে হবে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

এসপি মারুফাত হুসাইন বলেন, যারা নানা কারণে বৈষম্যের শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বিফলে না যায়

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের চক্ষু এবং কর্ণ। আমাদের চাহিদার তুলনায় জনবল নেই। আপনাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। সময় মতো তথ্য পাই বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয়। এই জেলার মানুষ নিরাপত্তার মধ্যে থাকলে আপনারা-আমরা সবাই ভালো থাকবো। জনগণকে নিরাপত্তা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব পুলিশের। আপনারা সাংবাদিক, আপনাদেরও দায়িত্ব আছে। উভয়ের দায়িত্ব মাথায় রেখে কাজ করতে হবে।

জুলাই আন্দোলনে আবু সাঈদ গুলিতে শহীদ হওয়ার চিত্রধারণ করা সাংবাদিকদের প্রশংসা করে নতুন পুলিশ সুপার বলেন, শহীদ আবু সাঈদের দিকে বন্দুক তাক করে গুলি করার যে দৃশ্য, ওই দৃশ্য যদি মিডিয়ায় না আসতো বা শহীদ আবু সাঈদ যদি মৃত্যুবরণ না করতেন তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ৫ তারিখের যে বিদায় ৫ তারিখে না হয়ে আরও পরে হতে পারতো। আমি এভাবে অ্যানালাইসিস করি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ধারণ করেছেন। জাতির সামনে তুলে ধরেছেনফলে দেশের মানুষ রাস্তায় নেমেছেসাংবাদিকদের ভূমিকার কারণে জাতি আজকে উপকৃত হয়েছে

তিনি আরও বলেন, সরকার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে প্রস্তুতিমূলক সমস্ত কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নিচ্ছেনসেই প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশই হচ্ছে আমাকে এসপি হিসেবে পদায়ন। অনেক কাজেই করে ফেলছে সরকার, সারাদেশে এসপি পদায়নও একটি অংশ। আমরা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেব। অতীতে যা হওয়ার তা হয়ে গেছে। আমরা ভালোটা প্র্যাকটিস করতে চাই। এজন্য সামনে যে নির্বাচন এটি মাথায় রেখে আপনারা (সাংবাদিকরা) সংবাদ সংগ্রহ করবেন। তাতে করে যে কোনো ধরনের ঝুঁকি দেখলে আমাদেরকে জানাবেন।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। হয়তো এই সপ্তাহে তফসিল ঘোষণা হবে। প্রস্তুতিতে যদি আমরা পেছনে পড়ে যাই এবং ট্রেনিংয়ে যদি গ্যাপ থাকে তাহলে যুদ্ধে জেতা সম্ভব না। সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের কোথায় কি ঘটবে, এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে রংপুরের নির্বাচন আমরা নিরপেক্ষ স্বচ্ছ করতে চাই। জনগণ যাতে তাদের ভোটটা দিয়ে যেতে পারে, নিশ্চিত করতে পারে সেই ভোটটা যেন গণনা হয় এবং ঠিকমতো যেন ফলাফল ঘোষণা করে। ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য আমরা নিরাপত্তা দেব।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসনঅর্থ অতিরিক্ত দ্বায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]