41336

12/03/2025 সামাজিক নিরাপত্তায় আদিবাসীদের জন্য বরাদ্দ মাত্র ০.৫১ শতাংশ

সামাজিক নিরাপত্তায় আদিবাসীদের জন্য বরাদ্দ মাত্র ০.৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠী চরমভাবে উপেক্ষিত। গত পাঁচ অর্থবছরের (২০২০-২১ থেকে ২০২৫-২৬) মোট বাজেটের তুলনায় আদিবাসীদের জন্য নির্দিষ্ট বরাদ্দ ছিল মাত্র ০.৫১ শতাংশ বা গড়ে ৫৭৮ কোটি টাকা। অথচ দেশের আদিবাসীদের দারিদ্র্যের হার জাতীয় হারের (১৮.৭%) তুলনায় সমতলে ৮০ শতাংশ এবং পার্বত্য চট্টগ্রামে ৬৫ শতাংশে পৌঁছেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে।

টিআইবির গবেষণায় দেখা গেছে, অপ্রতুল বরাদ্দের পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে যোগ্য আদিবাসীরাও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

গবেষণায় উঠে আসা প্রধান চিত্র

অত্যন্ত কম বরাদ্দ : গত ৫ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বার্ষিক গড় বাজেট ছিল ১ লাখ ১৩ হাজার কোটি টাকা, যার মধ্যে আদিবাসীদের জন্য গড় বরাদ্দ ছিল মাত্র ০.৫১ শতাংশ (৫৭৮.৮৫ কোটি টাকা)।

ভাতা পেতে ঘুষ : বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পাশাপাশি খাদ্যবান্ধব, ভিজিএফসহ বিভিন্ন পণ্যভিত্তিক কর্মসূচিতেও সুবিধাভোগী নির্বাচিত হতে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে

নীতিমালার দুর্বলতা : প্রাসঙ্গিক আইননীতিমালায় আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট কোটা বা অগ্রাধিকার না থাকায় তাদের অন্তর্ভুক্তির হার প্রত্যাশিত পর্যায়ে নেই

এমএফএস সিস্টেমে প্রতারণা : এমএফএস এজেন্টরা নিয়মবহির্ভূতভাবে প্রতিবার ভাতা উত্তোলনে ৫০-১০০ টাকা অতিরিক্ত আদায় করছেএছাড়া পিন চুরি করে ভাতা আত্মসাতের ঘটনাও ঘটছে।

অন্তর্ভুক্তিতে বাধা : জনপ্রতিনিধিদের মধ্যে প্রতিনিধিত্ব না থাকা, আবেদন প্রক্রিয়ার জটিলতা, এবং প্রচারঅভিযোগ প্রতিকার কাঠামোর আদিবাসীবান্ধব না হওয়াই প্রধান বাধা

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দরিদ্রঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে আদিবাসীদের অগ্রাধিকার না দেওয়া এবং তাদের সংস্কৃতি ও চাহিদাকে গুরুত্ব না দেওয়াই এই যথাযথ অন্তর্ভুক্তির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

টিআইবি এ বিষয়ে আইএলও কনভেনশন ১৬৯ অনুস্বাক্ষর করাসহ মোট ১৪টি সুপারিশ পেশ করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]