41348

12/03/2025 জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সিপিবির ক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সিপিবির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর ২০২৫ ২০:০০

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন।

এতে তারা বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বর্তমান অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছ, যা দেশের জনগণের সাথে প্রতারণার শামিল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। এ ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।

তারা বলেন, অবিলম্বে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হোক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]