41676

12/10/2025 গাজীপুরে আগুনে কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

গাজীপুরে আগুনে কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

গাজীপুর থেকে

১০ ডিসেম্বর ২০২৫ ১১:৪০

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি মুখে পড়েছেন মালিকরা। একই এলাকায় একের পর এমন আগুনের ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর আমবাগ ফকির মার্কেট এলাকায় একটি জুটের গুদামে আগুনের সূত্রপাত। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায় পাশে থাকা দুটি মিনি কারখানা ও একটি কলোনিতে। পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমাদের চারটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]