41744

12/12/2025 হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা

হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

মিস ইউনিভার্সের লড়াইয়ে বেশ ধকল গেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার। থাইল্যান্ডে চার সপ্তাহের লম্বা সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি; দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কতটা চ্যালেঞ্জিংয়ের ছিল সেই মঞ্চ- সেই অভিজ্ঞতা শোনালেন এবার।

প্রতিযোগিতার মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে থাকাটা নিয়ে তিনি সন্তুষ্ট মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, যা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পড়তে চাই না। কারণ আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্য কনটেস্ট্যান্টদের থেকে একটু শর্ট ছিলাম, আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’

এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে যায় মিথিলার। বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।’

এদিকে কিছুদিন আগে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েবফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত- এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে পুরো গল্পটি আবর্তিত হয়। মিথিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]