41968

12/17/2025 চারদিকে প্রশংসার মাঝেও অন্তরালেই অক্ষয় খান্না!

চারদিকে প্রশংসার মাঝেও অন্তরালেই অক্ষয় খান্না!

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬

বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। রণবীর সিংয়ের দাপটের পাশাপাশি এই ছবির আসল ‘তুরুপের তাস’ হয়ে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না। পর্দায় ‘রহমান ডাকাত’ চরিত্রে তার অভিনয় দেখে বলিপাড়ার বড় বড় তারকারাও এখন প্রশংসায় পঞ্চমুখ। তবে চারদিকে যখন তাকে নিয়ে এতো উন্মাদনা, তখন পর্দার এই খলনায়ক নিজেকে গুটিয়ে নিয়েছেন একদম নিভৃতে।

প্রচারণার চাকচিক্য আর পিআর স্টান্ট থেকে যোজন যোজন দূরে থেকে অক্ষয় পালন করলেন নিজের ব্যক্তিগত যজ্ঞ। আলিবাগের বাড়িতে নিভৃত পুজো সাফল্যের এই তুমুল জোয়ারের মাঝেই নিজের আলিবাগের বাংলোতে ‘বাস্তু শান্তি যজ্ঞ’র আয়োজন করেছিলেন অক্ষয়। ঘরোয়া পরিবেশে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখতেই মূলত এই আয়োজন।

সিনেমার প্রচার বাদ দিয়ে অভিনেতা মগ্ন ছিলেন আধ্যাত্মিকতায়। অক্ষয় নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও, সেই পূজার পুরোহিত ছবি শেয়ার করে অভিনেতার মাটির মানুষ হওয়ার গল্প শুনিয়েছেন।

পুরোহিত তার পোস্টে লেখেন, ‘অক্ষয় খান্নার মতো এত বড় মাপের একজন অভিনেতার বাড়িতে পূজা করতে পারা ভাগ্যের ব্যাপার। তার জীবনযাপন এতটাই সাধারণ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রচারের আলো থেকে দূরে থেকেও তার পা সবসময় মাটিতেই থাকে।’

পেশা ও ব্যক্তিগত জীবনের সীমারেখা বলিউডের প্রচলিত ধারার উল্টো পথে হাঁটা এই অভিনেতা সব সময়ই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেনপেশাগত ব্যস্ততা আর ব্যক্তিগত সময়কে তিনি কখনোই গুলিয়ে ফেলেন না। এমনকি আজকের যুগে যেখানে জনপ্রিয়তা মাপকাঠি হলো সোশ্যাল মিডিয়া ফলোয়ার, সেখানে অক্ষয় কোনো প্ল্যাটফর্মেই নেই। লোকচক্ষুর অন্তরালে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]