42020

12/19/2025 বিপিএলে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ ব্যবস্থা রাখছে বিসিবি

বিপিএলে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ ব্যবস্থা রাখছে বিসিবি

খেলা ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হতে যাচ্ছে। এরপর টানা ব্যস্ত সূচির মধ্যে থাকবে বাংলাদেশ দলের ক্রিকেটরা। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলেও জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক বিসিবি।

সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। এরপর পর্দা নামবে আগামী বছরের ২৩ জানুয়ারি। এর দুই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। মূল পর্বের খেলা শুরুর আগে ২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলের শুরু থেকেই ক্রিকেটারদের ফিটনেস ও ওয়ার্কলোডের দেখভাল করবে বিসিবি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশপ্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, 'আমাদের সবদিকে খেয়াল থাকবে। বিপিএলে যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই। আমরা হয়তো দেখবো যে, যারা প্লে অফে ওঠেনি, তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড় তাদের নিয়ে আমরা কাজ করা শুরু করে দেব।'

পরে ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, 'আমরা গত বছরও এই পদক্ষেপটা নিয়েছিলাম, এবারও থাকছে। বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কাভার করবেন। জিপিএসের মাধ্যমে জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের টুর্নামেন্টজুড়ে ওয়ার্কলোড ম্যানেজ হবে। ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোন প্লেয়ার রেড জোনে থাকে, সেইটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে, এই ক্রিকেটারকে বিশ্রাম দিতে হবে।'

ফাহিম জানান, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটো খেলার জন্য জানুয়ারির ২৮ তারিখেই ভারতে চলে যাবে বাংলাদেশ দল, 'বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে দুই তিন দিনের জন্য। কারণ সময় খুব কম। দল খুব সম্ভবত যদি ভুল না করে থাকি... এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হয়তো দলটা ২৮ তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]