42030

12/19/2025 লিফট দুর্ঘটনায় চার বছরের ছেলেকে হারালেন কেজিএফ পরিচালক

লিফট দুর্ঘটনায় চার বছরের ছেলেকে হারালেন কেজিএফ পরিচালক

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৩

লিফট দুর্ঘটনায় চার বছরের ছেলেকে হারালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় ‘কেজিএফ’ চলচ্চিত্রের সহ-পরিচালক কীর্তন নাদাগৌড়া। এ ঘটনায় শোক নেমে এসেছে দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিজে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সম্প্রতি কীর্তনের ছেলে চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া মা-বাবার অজান্তেই লিফটে খেলতে ঢুকে পড়েছিলেন। লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে তা হঠাৎ নিচে পড়ে যায়। উদ্ধারকাজ দ্রুত শুরু করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় রাজনীতিক ও অভিনেতা পবন কল্যাণ শোকপ্রকাশ করে বলেন, ‘পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের অকালমৃত্যু আমাদের সকলের জন্য মর্মান্তিক। এই ক্ষতি সামলানোর শক্তি ঈশ্বর দিক কীর্তন ও তার স্ত্রীর জন্য।’

কীর্তন নাদাগৌড়া ‘কেজিএফ’ সিনেমার সহ-পরিচালক হিসেবে দক্ষিণী সিনেমা জগতে পরিচিত। বহু দিন ধরে তিনি কন্নড় সিনেমার নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রশান্ত নীলের সঙ্গে ‘কেজিএফ’, ‘সালার’-এর মতো ছবিতে সহ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তেলুগু সিনেমা জগতে পরিচালক হিসেবে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। এই দুর্ঘটনা তার সহ-পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে বড় শোক তৈরি করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]