4210

04/10/2025 ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু

‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২১ ২১:৫৪

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জিতেছেন ভারতের পাঞ্জাবি তরুণী হারনাজ সান্ধু। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে জিতেছিলেন সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হলেন। ফলে ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’র খেতাব ফিরল ভারতে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে ৭০তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইজরায়েলের এইলাটে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]