42271

12/28/2025 অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি : মাহি

অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি : মাহি

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর সৌন্দর্যে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা।

তবে এবার কোনো নতুন কাজের খবর নয়, বরং নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান মাহি।

মাহি লিখেছেন, ‘অসুস্থতা যখন পাহাড় সমান, কিন্তু কাজ তার চেয়েও বড়। অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি; এর থেকে ভয়ংকর আর কিছু হতে পারে না।’

নেটিজেনরা মাহির পেশাদারিত্বের প্রশংসা করলেও দ্রুত সুস্থ হওয়ার জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।’ অন্য একজন লিখেছেন, ‘ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার সুস্থতা নিশ্চিত করুন, আমিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]