4234

04/20/2025 ভার্চ্যুয়াল শুনানির সময় নারীর সঙ্গে অন্তরঙ্গ আইনজীবী

ভার্চ্যুয়াল শুনানির সময় নারীর সঙ্গে অন্তরঙ্গ আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২১ ০৪:৫৩

মামলার ভার্চ্যুয়াল শুনানির সময় এক নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাওয়ায় ভারতের চেন্নাইয়ের একজন আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট বলছে, অনলাইনে বিচারকের একক বেঞ্চে মামলার শুনানির সময় নারীর সঙ্গে ‌‘অশোভনীয়’ আচরণ করায় ওই আইনজীবীকে সব ধরনের আইনি কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে তামিলনাড়ু এবং পুদুচেরি বার কাউন্সিল বলেছে, অভিযুক্ত আইনজীবীর নাম আর ডি সানথনা কৃষ্ণ। অশালীন অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সব আদালত, ট্রাইব্যুনাল এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানে আর ডি সানথনা তার নাম ব্যবহার করে অথবা তার প্রতিষ্ঠিত কোনো আইনি প্রতিষ্ঠানের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে অনুশীলন করতে পারবেন না।

আদালতের বিচারক পি এন প্রকাশ এবং আর হেমালথা তামিলনাড়ু বার কাউন্সিলকে অভিযুক্ত আইনজীবী সানথনা কৃষ্ণের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। প্রাথমিকভাবে আইনজীবী সানথনা কৃষ্ণকে সব ধরনের আইনি অনুশীলন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বিচারকের বেঞ্চ বলেছে, আদালতের কার্যক্রম চলাকালীন এ ধরনের নির্লজ্জ অশ্লীলতার সময় আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। পরে অনলাইনে আইনজীবীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে মাদ্রাজ পুলিশের প্রধানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।

সূত্র: এনডিটিভি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]