42340

12/29/2025 হাদি হত্যার বিচার চেয়ে যা বললেন তাসরিফ খান

হাদি হত্যার বিচার চেয়ে যা বললেন তাসরিফ খান

বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে উত্তাল দেশ। চলছে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘হাদির জন্য ন্যায়বিচার চাই’ এবং ‘আমরা সবাই হাদি’ লেখায় সয়লাব

এবার হাদির হত্যার বিচার চেয়ে পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সোমবার (২৯ ডিসেম্বর) এক পোস্টে তিনি লেখেন, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘হাদির জন্য ন্যায়বিচার চাই’ এবং ‘আমরা সবাই হাদি’।

স্ট্যাটাসটি শেয়ার করার এক ঘণ্টার মধ্যে ২৬ হাজারের বেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রায় সাড়ে চার হাজার মানুষ মন্তব্য করেছেন করেছেন। মন্তব্যের ঘরে গায়কের ভক্তরা হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ওসমান এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়; সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত হন লাখ লাখ ছাত্রজনতা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]