42371

12/30/2025 দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫ ১১:১৩

গোল কিংবা রেকর্ড নয়, দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এবার আলোচনার কেন্দ্র ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কবজির ঘড়ি। বিলাসবহুল সেই ঘড়ির দাম শুনলে চমকে উঠতেই হয়! প্রায় ৭ লাখ ৭০ হাজার ডলারের ঘড়ি পড়ে উপস্থিত হয়েছিলেন পর্তুগিজ তারকা। বাংলাদেশি মুদ্রায় এই ঘড়ির দাম প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো পরেছিলেন পাটেক ফিলিপ নটিলাস ক্রোনোগ্রাঠ মডেলের একটি ঘড়ি।

ঘটিড়ি সাধারণ কোনো শোরুমে পাওয়া যায় না। এটি অত্যন্ত সীমিত সংখ্যায় তৈরি হয় এবং বিশেষ অর্ডারের ভিত্তিতে গ্রাহকদের কাছে পৌঁছায়। ১৮ ক্যারেট সাদা সোনায় নির্মিত ঘড়িটিতে একই ধাতুর কাঁটা ও আওয়ার মার্কার ব্যবহার করা হয়েছে। সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো এর বেজেল ও স্ট্র্যাপ পুরোপুরি হীরায় মোড়ানো, যা ঘড়িটির মূল্য আরও বাড়িয়েছে।

সামাজিক যোগযোগমাধ্যমে রোনালদোর ছবি ছড়িয়ে পড়ার পরপরই ঘড়িপ্রেমী ও বিশেষজ্ঞরা মডেলটি শনাক্ত করেন। মুহূর্তেই এটি আলোচনার বিষয় হয়ে উঠে।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে ছুটে চলা রোনালদো তার ব্যক্তিগত সংগ্রহে যোগ করলেন আরও একটি দামী রত্ন। অবশ্য বিলাসবহুল সংগ্রাহ হিসেবেও রোনালদোর খ্যাতি নতুন নয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]