42607

01/08/2026 টানা পাঁচ মাস ধরে রফতানি কমেছে

টানা পাঁচ মাস ধরে রফতানি কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৬ ১২:২৮

বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে এখন নেতিবাচক ধারা। পাঁচ মাস ধরে রফতানি কমছে। শীর্ষ পাঁচ খাতের রফতানি কমায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক পণ্য রফতানি কমেছে প্রায় ২ শতাংশ।

রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয়াদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি পাওয়া যায়নি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।

প্রতিবেশী ভারত বিধিনিষেধ আরোপ করায় সে দেশেও রফতানি নিম্নমুখী। আবার দেশেও ব্যাংক খাতের কড়াকড়িতে অনেক রফতানিকারক সংকটে পড়েছে।

এদিকে, গ্যাস-বিদ্যুতের সংকটের পাশাপাশি সেবা মূল্যবৃদ্ধির কারণেও ব্যবসার খরচ বেড়েছে। সব মিলিয়ে পণ্য রফতানি খাত এখন চাপের মুখে।

রফতানি উন্নয়ন ব্যুরো'র (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলারের পণ্য।

উল্লেক্য, এক বছরের ব্যবধানে রফতানি আয় কমেছে প্রায় ৫৩ কোটি ডলার, যা শতাংশের হিসাবে ২ দশমিক ১৯। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। তারপর পাঁচ মাস ধরে তা কমেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]