42634

01/09/2026 ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

৬ জানুয়ারী ২০২৬ ১১:৩০

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’-এর কাছে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গেছে।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সোমবার রাত ৮টার দিকে (জিএমটি রাত ১২টা) প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত কিছু ড্রোন উড়তে দেখা যায়। এই ড্রোনগুলোকে লক্ষ্য করেই মূলত প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি ছোড়েন।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে যে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং রাতের আঁধারে গোলাগুলির এই ঘটনা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গোলাগুলির এই শব্দ শনিবারের মার্কিন হামলার মতো অতটা ভয়াবহ না হলেও তা পুরো কারাকাসের মধ্যাঞ্চলে ভীতি ছড়িয়ে দেয়। প্রাসাদ থেকে মাত্র পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানিয়েছেন যে, প্রায় এক মিনিট ধরে টানা গুলি চলেছে।

তিনি আরও জানান, গুলির শব্দ শুনে তিনি আকাশের দিকে তাকালে কোনো উড়োজাহাজ দেখতে পাননি, তবে দুটি রহস্যময় লাল আলো জ্বলতে দেখেছেন। সে সময় কী ঘটছে তা বুঝতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে উঁকি দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আকাশে ‘ট্রেসার বুলেটের’ মতো আলোর ঝলকানি এবং গুলির পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা গেছে।

দেশটির বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কোনো প্রশ্নের উত্তর দেয়নি। মাদুরোর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া দেলসি রদ্রিগেজের জন্য বর্তমান নিরাপত্তা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

শনিবারের অভিযানের রেশ কাটতে না কাটতেই খোদ প্রেসিডেন্ট প্রাসাদের ওপর রহস্যময় ড্রোনের উড্ডয়ন এবং পরবর্তী এই গোলাগুলি প্রমাণ করে যে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এখনো চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]