42745

01/11/2026 ২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারী ২০২৬ ২০:৪১

আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

বিএনপি সূত্রে খবর, ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (র) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, বিএনপির দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

তবে শুধু তারেক রহমান নন, বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবেন দলের অন্য জ্যেষ্ঠ নেতারাও।

আসন্ন নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবনে কাটাতে বাধ্য হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেলে শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।’

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন তিনি দলটির চেয়ারম্যান।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ দিনের মাথায় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]