42766

01/12/2026 খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় হবে নাগরিক শোকসভা

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় হবে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারী ২০২৬ ১৯:১০

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আয়োজন করা হবে। আগামী ১৬ জানুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শোকসভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

নাগরিক সমাজের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

টানা একমাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জানাজা শেষে ওইদিন জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]