42775

01/12/2026 এল ক্লাসিকোয় রিয়ালকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বার্সেলোনা

এল ক্লাসিকোয় রিয়ালকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

১২ জানুয়ারী ২০২৬ ১১:০৩

রোমাঞ্চকর এক লড়াইয়ে ফের রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। সুপার কোপায় দলটিকে ৩-২ গোলে হারিয়ে ফের শিরোপা লাভ করল হ্যান্সি ফ্লিকের দল। রোববার (১১ জানুয়ারি) রাতে জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সার লড়াইটা হয় দুর্দান্ত। উভয় দলই ছিল সমানে সমান।

এদিন অবশ্য ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। প্রথম গোল করেন রাফিনহা। ৩৬ মিনিটে গোল করার মাধ্যমে জয়ের দিকে বার্সাকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান তারকা।

তবে খেলা জমে ওঠে প্রথমার্ধের বাড়তি সময়ে। ৫ মিনিটে রিয়াল ও বার্সা দুই দল তিনটি গোল করে। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে প্রবেশ করেই বার্সার দুই ডিফেন্ডারকে অতিক্রম করেই দুর্দান্ত এক গোল করেন তিনি।

এর মাত্র দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে গোল করার মাধ্যমে বার্সাকে ফের এগিয়ে নেন লেভারডোভস্কি। বিপরীতে পিছিয়ে থাকলেও দমে ছিল না রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ফের সমতায় যায় দলটি। এবার স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া গোল করেন।

এদিকে ম্যাচের ৭১তম মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট প্রতিরোধ করেন কোর্তোয়া। এর মাত্র এক মিনিট পরই তৃতীয় গোলের সুযোগ আসে কাতালান দলটির। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার সময় রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে গিয়ে জড়ায়। বার্সার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি তার সপ্তম গোল।

বার্সা জয়ের দিকে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ সময় কিছু সুযোগ পেয়েছিল প্রতিপক্ষ রিয়াল। কিন্তু তাদের হতাশ করেছেন বার্সার গোলরক্ষক। হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে এটি বার্সার চতুর্থ ট্রফি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]