42831

01/14/2026 বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারী ২০২৬ ১৪:৪৮

বিদেশে পালিয়ে থাকা অনেকেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি তাদের এতো সাহস থাকতো তাহলে দেশে এসে বক্তব্য দিতো। যারা পালিয়ে আছে অন্য জায়গায়। সেখান থেকে তো পালিয়ে চোর অনেক কিছু বলতে পারে। সাহস থাকলে তারা দেশের ভেতরে আসুক, এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি ট্রেইনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দখল করে আছে আরাকান আর্মি, এতে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ আছে। এখানে (সীমান্তে) কোন কিছু হলে আমরা প্রতিবাদ জানাই সরকারকে। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মর্টারের আঘাতে আহত হয়েছে। তাকে অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। মাঝেমধ্যে তাদের সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, সেই সময় দুই’একটা গোলা আমাদের সাইডেও আসে। এইজন্য আমরা প্রতিবাদ করেছি, এটা যেন ভবিষ্যতে না হয়, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতিও নিচ্ছি।

এর আগে, সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]