4320

04/20/2025 বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

বরিশাল থেকে

৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৭

আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা ভেঙে শিশুপার্ক নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে ভায়লেশন মামলা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে মেয়রের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনকেও।

নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন হাওলাদার মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ধার্য করেছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল ও বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]