43200

01/28/2026 চব্বিশের অভ্যুত্থানে উত্তরাবাসীর অবদান স্মরণ করলেন তারেক রহমান

চব্বিশের অভ্যুত্থানে উত্তরাবাসীর অবদান স্মরণ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারী ২০২৬ ১০:৪৯

দিনভর ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনি সমাবেশ করে ফেরার পথে গভীর রাতে রাজধানীর প্রবেশদ্বার খ্যাত উত্তরায় নির্বাচনি সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দেওয়া বক্তব্যে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে উত্তরাবাসীর বিশেষ অবদানের কথা স্মরণ করেন। বিএনপি ক্ষমতায় গেলে উত্তরায় একটি হাসপাতাল করার ঘোষণাও দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখানে ঢাকা-১৮ আসনে বিএনপির দলীয় প্রার্থী এসএম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উত্তরাবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তারেক রহমান বলেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো।

উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কুপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে। এছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]