4324

09/21/2024 শয্যাশায়ী সাবেক সাংসদের স্ত্রী, খবর নেন না কেউই!

শয্যাশায়ী সাবেক সাংসদের স্ত্রী, খবর নেন না কেউই!

মতলব (চাঁদপুর) থেকে

৬ ফেব্রুয়ারি ২০২২ ০৪:০৩

গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন এক সময়ের মাঠ কাঁপানাে তুখোড় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুরের সাবেক সাংসদ ফ্লা. লে. (অব.) মরহুম এ বি সিদ্দিকের স্ত্রী শেফালী সিদ্দিক। বর্তমানে জীর্ণ-শীর্ণ আধাপাকা টিনসেড ঘরে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তাঁর। এ বি সিদ্দিকের একমাত্র পুত্র জাবেদ হাসান সিদ্দিকী ছাড়া এই দুঃসময়ে স্ত্রীর পাশে নেই কেউ। এদিকে নিজের ভবিষ্যত তুচ্ছ করে গ্রামের আধাপাকা টিনসেড ঘরেই মাকে নিয়মিত দেখাশোনার পাশাপাশি ওষুধ-পথ্য থেকে শুরু করে যথাসাধ্য সেবা করে যাচ্ছেন পুত্র জাবেদ হাসান সিদ্দিকী।

জানা গেছে, সৎ ও মেধাবী রাজনীতিবীদ হিসেবে একসময় চাঁদপুরে তুমুল জনপ্রিয় ছিলেন এ বি সিদ্দিক। সেই সুবাদে নেতাকর্মীসহ অসংখ্য মানুষের আনাগােনা ছিল তাঁর বাড়িতে। কিন্তু তাঁর মৃত্যুর পর স্ত্রী শেফালী সিদ্দিক ও পুত্র জাবেদ হাসান সিদ্দিকী বর্তমানে অনেকটাই নিঃসঙ্গ ও একাকী জীবন যাপন করছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে রোগ-শোকে ভুগছেন এ বি সিদ্দিকের স্ত্রী শেফালী সিদ্দিক। অথচ স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সরকারের কেউই নিচ্ছেন না তাঁর পরিবারের খোঁজ-খবর। অথচ দেশের জন্য এবং এলাকার মানুষের জন্য এ বি সিদ্দিকের অবদান ছিলো স্মরণীয়।

মরহুম এ বি সিদ্দিকের পুত্র জাবেদ হাসান সিদ্দিকী বলেন, বাবার মৃত্যুর পর ২০১২ সাল থেকে আমরা অনেকটা অসহায় অবস্থায় দিন পার করছি। মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাবা এ বি সিদ্দিক দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। অথচ তাঁর মৃত্যুর পর থেকে অনেকটা মানবেতরভাবে দিন পার করছি আমরা। মায়ের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করেন জাবেদ হাসান সিদ্দিকী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]